শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

আজকালকার দিনে প্রেম একটা স্বার্থের নাম|দু'জনের স্বার্থ ঠিকভাবে রক্ষা না হলেই শুরু হয় কোন্দল|এক পক্ষ আরেক পক্ষের অবস্থা কখনই নিজ অবস্থান থেকে ভাবে না|

অথচ এক সময় নর নারীর প্রেম ছিলো বিশুদ্ধ|ছেলেটির
দুষ্টু চাহনী আর চিঠিগুলোতে মেয়েটি খুঁজে পেত স্বর্গ সুখ|আর মেয়েটির মুচকি হাসি আর নকশী রুমাল ছিলো ছেলেটির কাছে আকাশের চঁাদের মত|

আজকে সত্যিই ভালোবাসা যেন আর খাঁটি ভালোবাসা নেই,স্বার্থের ভীড়ে নামেই টিকে আছে|

এরপরও আমার মত কিছু বিশুদ্ধপ্রেম আছেই,যাদের জন্য দুনিয়াটা আজও ধ্বংস হয় নি|ভালোবাসা নামটা পুরোপুরি কলঙ্কিত হয় নি!

ভাল খারাপ মিলেই আমাদের এই সমাজ জীবন । যেখানে ভাল খারাপ থাকবেই তবে দুঃখের বিষয় মোদের এই রুপুসী বাংলায় ভাল মানুষের সংখ্যা সৎ চরিত্রবানের সংখ্যা দিন দিন পাইকারী হারে কমতেছে !!!!

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫

পৃথিবীতে ভালোবাসার অভাবে যতগুলো সম্পর্ক না ভাঙে, তার চেয়ে বেশি ভাঙে অসামঞ্জস্যতার কারনে।
ঠোঁটে যত্ন করে রেড রোজ একে সেজেগুজে থাকা আহ্লাদী মেয়েটা তো কখনো হন্যে হয়ে টিউশনি খোঁজা প্রেমিকের দুঃখগুলো বুঝবেনা।
তার দুঃখ বড়জোর হবে টিপ কিংবা দুল হারিয়ে ফেলা পর্যন্ত।

ক্যারিয়ার আর ক্ষমতার পেছনে পাগলের মত ছুটতে থাকা ছেলেটা কখনো প্রেমিকার চোখে আকাশ খুঁজবেনা। কিংবা প্রেমিকাকে নিয়ে দুলাইন লিখবেনা।
তার কাছে এগুলোকে মেয়েলী ঢং কিংবা আদিখ্যেতা মনে হবে এটাই স্বাভাবিক।

মানুষগুলোর চাওয়া পাওয়া খুব অদ্ভুত! অসামঞ্জস্যতা অনেক স্বপ্নকে চাপা দিয়ে দেয়।

আমার এক বান্ধবীর বিয়ে হল কিছুদিন আগে।
স্বামীর সাথে বয়েসের পার্থক্য প্রায় ৯ বছর।
মেয়েটা চায় দুজন মিলে সমুদ্রের পাড়ে হাত ধরাধরি করে সূর্যাস্ত দেখবে, বেলি ফুলের মালা এনে তার খোপায় পড়িয়ে দেয়া হবে কিংবা তাকে হুট করে চমকে দিয়ে চিত্‍কার করে বলবে, "বড্ড ভালোবাসি পাগলী!"

তার স্বামী এগুলো পারেনা॥ কারন আবেগের সেই বয়সটা সে পার করে ফেলেছে।
ভারীক্কি চালে চলা কোন এক কোম্পানীর ম্যানেজারের পক্ষে বৌকে চিত্‍কার করে i love you বলাটা নিতান্তই বেমানান আর হাস্যকর!

আমার এক বন্ধু ছিল। প্রেমিকা তার সেই লেভেলের হাইফাই।ভীষণ ভালোবাসত! তবে শেষ পর্যন্ত বাস্তবতার কাছে  ভালোবাসা হার মেনেছে।
এয়ারকন্ডিশান রুমে জীবন কাটানো একটা মেয়ের পক্ষে টাকার ক্রাইসিসের নিদারুণ দুঃখ বুঝতে পারার কথা নয়।
শুধুমাত্র ভালোবাসা দিয়ে জীবন চলেনা, জীবন চলে বাস্তবতায়।

তাদের ভালোবাসায় এক ফোটা ঘাটতিও ছিলনা কিন্তু ঘাটতি ছিল সামঞ্জস্যতায়।অস
ামঞ্জস্যতা অনেক সত্য ভালোবাসাকেও টিকে থাকতে দেয়না।
ভালোবাসা যদিও ক্যালকুলেশান করে হয়না কিন্তু জীবন চালাতে গেলে ক্যালকুলেশন আবশ্যক।
জীবনে চলতে গেলে ভালোবাসা লাগে কিন্তু শুধুমাত্র ভালোবাসায় জীবন সত্যিই চলেনা।সত্যিই চলেনা

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫

ইচ্ছে করে মেয়েটাকে বলিঃ
জানালা খুলে ফাগুনের আগুন লাগা শিমুলের মত লাল রঙে শাড়িতে এসে হাতটা ধরো,
ছাদে গিয়ে আমার দু হাতে হাত রেখে দুজন পৃথিবীকে ঘুরিয়ে ফেলি চোখে লাটিমের মত।

ইচ্ছে করে তোমার কাপন ধরা হাতটা ধরে কাধে বসিয়ে দেই মাথা।

ইচ্ছে করে মাহবুবার সব অভিমান যেন দূর হয়ে যায়।
সব ভুলে তার আশ্রয় হোক আমার বুকে । আর মাহবুবা জেনে যাবে
ভেতরে তার জন্য কত অপেক্ষার প্রহর ছুয়েছে হাজার বর্ষার রুপকথা।

কত রঙিন কল্পনা!!

মাহবুবা কি ঘুমিয়ে গেছে??

থেমে যায় বৃষ্টি! !
ছাদের গিয়ে ভেজা হয় না।
ঈশ কত সহস্র যুগ ভেজা হয় না বৃষ্টিতে!

দুচোখের নোনা উষ্ম আখির জলে আমার বুকে কি ভালোবাসার গল্প লিখতে , তোমার কি ইচ্ছে করে না?

জানা হয় না অনেক প্রশ্নের উত্তর।
কারন, তুমি চাও না উত্তর করতে।
কারন উত্তর খুজতে গিয়ে এসে দেখি আমার ঘরটা ফাকা।
সেখানে কেউ ছিলো না।

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

আমাদের সম্পর্ক গুলো ক্রমেই একঘেয়ামী হয়... বছরের পর বছর একই গান শুনতে আপনার ভাল লাগবে না।
মুগ্ধ করার সব অস্ত্র এক সময় শেষ হয় ; শুরু হয় পানসে রকমের এক জীবন...

মনে পড়ে স্কুল গেটে দাড়িয়ে থাকা সেই সব মাঘ মাসের কথা ? রিকশার হুড লাগিয়ে দিলে পৃথিবীটাই যেন ঘোড়ার গাড়ি হয়ে যায়!
নীল বাক্সে পড়ে আছে তার ফেলে দেয়া চিপসের প্যাকেট!
কী পাগলামী টাই না ছিল...মুগ্ধতার!

ছোট ছোট রাগ গুলো বলা হয় না; হয়ে উঠে না...

রাগ জমিয়ে রাখতে নেই। রাগ অনেকটা কাঁশির মত... ঝেড়ে না ফেললে বুকে জমে থাকবে...

যে দিন আপনার সব রাগ মুছে যাবে, নতুন নতুন মাঘ মাসের জন্ম হবে...

চরম বাস্তবিক পৃথিবীটা রূপকথা হয়ে যাবে... আলিফ লায়লার মত; ৯০ দশকের সিনেমার মত... !